নবিজি সা. একবার জিজ্ঞাসা করলেন, ‘(أَيُّكُمْ مَالُ وَارِثِهِ أَحَبُّ إِلَيْهِ مِنْ مَالِهِ؟) ‘তোমাদের মাঝে এমন কে আছে, যার কাছে নিজের সম্পদের চেয়েও ওয়ারিশদের সম্পদ অধিক প্রিয়?’ সাহাবায়ে কিরাম রা. বললেন, ‘হে আল্লাহর রাসুল, আমাদের মাঝে তো এমন কেউ নেই। প্রত্যেকের কাছে তার নিজের সম্পদই অধিক প্রিয়।’ রাসুল সা. বললেন, (فَإِنَّ مَالَهُ مَا قَدَّمَ، وَمَالُ وَارِثِهِ مَا أَخَّرَ) ‘তবে মনে রেখো, নিজের সম্পদ সেটুকুই, যা অগ্রে পাঠানো হয়েছে। আর যেটুকু দুনিয়াতে রেখে যাবে, তা ওয়ারিশের সম্পদ।’ (সহিহুল বুখারি : ৬৪৪২)
নবিজি সা. একবার জিজ্ঞাসা করলেন, ‘(أَيُّكُمْ مَالُ وَارِثِهِ أَحَبُّ إِلَيْهِ مِنْ مَالِهِ؟) ‘তোমাদের মাঝে এমন কে আছে, যার কাছে নিজের সম্পদের চেয়েও ওয়ারিশদের সম্পদ অধিক প্রিয়?’ সাহাবায়ে কিরাম রা. বললেন, ‘হে আল্লাহর রাসুল, আমাদের মাঝে তো এমন কেউ নেই। প্রত্যেকের কাছে তার নিজের সম্পদই অধিক প্রিয়।’ রাসুল সা. বললেন, (فَإِنَّ مَالَهُ مَا قَدَّمَ، وَمَالُ وَارِثِهِ مَا أَخَّرَ) ‘তবে মনে রেখো, নিজের সম্পদ সেটুকুই, যা অগ্রে পাঠানো হয়েছে। আর যেটুকু দুনিয়াতে রেখে যাবে, তা ওয়ারিশের সম্পদ।’ (সহিহুল বুখারি : ৬৪৪২)